কুমিল্লা–সিলেট মহাসড়কের ধারে, মুরাদনগর উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজারের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন বাজারের পচা সবজি, পলিথিন, বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা, গৃহস্থালির বর্জ্য ও নোংরা পানি জমে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিবেশ।
বর্জ্যের দুর্গন্ধে নাকাল হচ্ছে পথচারী। বৃষ্টির পর চারপাশে জমে থাকা নোংরা পানিতে জন্ম নেওয়া মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। এর ফলে ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত মানুষ এই বাজারে কেনাকাটা করতে আসেন। অথচ তাদের বাধ্য হয়ে নাক চেপে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার কমিটির তদারকির অভাবে বর্জ্য ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সড়কের পাশে কোনো নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান না থাকায় এখন পুরো বাজার ও মহাসড়ক দুর্গন্ধ ও মশার আখড়ায় পরিণত হয়েছে।